মোম জোছনায়

মোম জোছনায় তোমায় আঁকি,
পদ্ম পলাশ রাঙা ঠোঁটে
ঠোঁট ছুঁয়ে দিই বিবশ আমি
আর কি আমায় দেবে ফাঁকি ?

শাপলা বনে শালুক ফুল
তোমার চোখে অথৈ নদী
ভাসতে গিয়ে ডুবতে থাকি
কোথায় যাব হারিয়ে কূল ?

আতরদানে আতর রাখি
তোমায় পেয়ে সব পেয়েছি
মন ভরানো ফুলের সাজি
তোমার তরে সাজিয়ে রাখি।

হাওয়ায় ওড়ে তোমার চুল
চুপটি তুমি নদীর ধরে
শ্যাওলা ভাসে মাঝ দীঘিতে
চিনতে তোমায় হয় নি ভুল।

1 thought on “মোম জোছনায়

  1. নরম তুলতুলে মসৃণ লিখা। শিরোনামেই কেমন এক প্রশান্তি ঝুলে আছে।
    অভিনন্দন প্রিয় কবি বন্ধু। শুভ সন্ধ্যা এবং শুভদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।