ভালোবাসি
একদিন দেখা হবে
বক্সীগঞ্জের একরাস্তার ছোট্ট শহরে
সৌরভের পাশ দিয়ে বয়ে যাওয়া
কোলাহলের অস্থায়ী নদী পেরিয়ে
যেখানে শুধুই পাহাড় আর
খরস্রোতা পাহাড়ি নালা
যেখানে হাতি আর গণ্ডারের
শান্তিপূর্ণ সহাবস্থান
একদিন সেই উচ্চতায়
তোমার ঠোঁটের ওপর তর্জনী
রেখে পাহাড়চূড়ায় নামহীন
গোত্রহীন তিতির দেখিয়ে বলব
ঊর্মিমালা তোমাকেই ভালোবাসি …
তোমাকেই ভালোবাসি। ___ সার্থক কবিতা প্রিয় সৌমিত্র।
আহ্ ভালোবাসার কি সত্য উচ্চারণ। ভালো লাগা রইল দাদা