খোদা ভালই রেখেছেন

খুব ব্যস্ত ছিলাম, একজন জিজ্ঞাসা করল কেমন আছেন?
কেমন আছি ভাবার সময় ছিল না
উত্তর দিলাম-খোদা ভালই রেখেছেন।

ভাল থাকি আর মন্দ থাকি কেউ যদি
জিজ্ঞেস করে –কেমন আছেন?
উমনি সহজ উত্তর –খোদা ভালই রেখেছেন
উল্টো যদি কাউকে বলে ফেলি-
আমি খারাপ থাকলে আপনি কি আমার সমস্যার
সমাধান দিতে পারবেন?
কথাটা বেমানান হবে

যাই হোক উক্ত উত্তরে আমার বেশ সুবিধে হয়
খুব ব্যস্ততার মাঝে ভাবতে হয় না
খারাপ আছি না ভাল আছি
বেশী বিশ্লেষণ করার-ও প্রয়োজন হয় না
কারণ খারাপ আছি বললে আবার খারাপ থাকার কারণ
বিশ্লেষণ করতে হবে
মোট কথা খোদা আমাকে ভালই রেখেছেন
যে অবস্থায় আছি সেই অবস্থায়-ই খোদার দান
ও অগোনিত দানে ভরা
সুতরাং খোদা আমাকে ভালই রেখেছেন।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

4 thoughts on “খোদা ভালই রেখেছেন

  1. আলহামদুলিল্লাহ মি. খালিদ মোশারফ। আল্লাহ আপনাকে ভালো রাখুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. খোদা ভালই রেখেছেন
    উল্টো যদি কাউকে বলে ফেলি-
    আমি খারাপ থাকলে আপনি কি আমার সমস্যার
    সমাধান দিতে পারবেন?
    কথাটা বেমানান হবে ।
    *ভালো থাকুক সবাই ।

  3. আল হামদুলিল্লাহ। ভালো থাকুন সতত।

মন্তব্য প্রধান বন্ধ আছে।