আমাকে কবি বললে লজ্জা পাই!
—————-
এই মধ্য বয়সে এসে হঠাৎ কবিতা লিখছি
সেজন্যে আমাকে মাঝে মাঝেই কথা শুনতে হয়
হঠাৎ প্রতিভার বিকাশ! প্রেম করেছিলেন নাকি?
মধ্য বয়সে বধি জ্ঞান লাভ! হঠাৎ লিখছেন! ইত্যাদি
মোট কথা, কবি বললে আমার খুব লজ্জা লাগে
আমার কবিতাগুলো আদও কবিতা কিনা জানিনা
সাহিত্য জ্ঞানও আমার কম
যা মনে আসে আধ খাওয়া করে একটু লিখে দিয়
এই আমার মধ্য বয়স,হটাৎ লিখছি ঠিকই
ছেড়া পাঞ্জাবি, ঝোলা ব্যাগ,কিংবা, বই চশমা
কোন কিছুই আমার সাথে নেই
আমি খাটো মানুষ পাঞ্জাবিতে আমাকে মানাবে না
মানে অবাক ব্যপার!
কবি কথাটা আমার উপর চাপাবেন না
আমার খুব লজ্জা লাগে
কিছু একটা লিখছি ঠিকই
তাই বলে তার হাত পা গজিয়ে অনেক দূর চলে যাবে!
কবি হওয়ার যোগ্যতাও হয়ত আমার নেই
কবি বললে লজ্জা লাগে
আমাকে লিখতে দিন
আর সকল সুন্দর কবিদের প্রতি রইল ভালবাসা ও শ্রদ্ধা।
আধুনিক কবিদের গড়ন ইদানিং অনেকটাই বদলে গেছে। এখন আর সেরকম ব্যস্তসমস্ত অনাধোপদুরস্ত কবিদের দেখা পাওয়াও মুশকিল। যুগের হাওয়া লেগেছে।
শব্দ ভারে নুয়ে পড়া লাউ ডগা শব্দ ঝুড়ির ফেরিওয়ালাদের দিন শেষ। যাদের ক্ষমতা আছে, সেই মানুষ গুলোন এখন অনেক সচেতন ভাবেই লিখছেন। বোতাম টিপে টিপে অর্থসহ বুঝে বুঝে লিখছেন। না পড়ে নয়। বিগত সাহিত্যজীবিদের এখন সুদিনের আকাল পড়েছে।
আপনি ভালো লিখছেন। অনেকটাই ভালো লিখছেন। পদবী না হয় না নিন, এইটুকু জেনে নিন … গতানুগতিক ধারার বাইরের লিখা। অতিকল্পনার জায়গা যেখানে কম।
কবিকে কবি বললে কবি লজ্জা পাবে এটাইতো কবির কবিত্বের প্রকাশ । কবি নিজেকে নিজেই কবি ভাবলেতো তিনি স্বঘোষিত কবি হয়ে গেলেন । তখন তার কবিতা বেচে থাকলেও মারা যায় কবিত্ব । অভিনন্দন কবি আপনার মাঝ বয়সের ব্যাতিক্রম কবিত্ব ও কবিতার জন্য ।