দ্বিপ্রহরের আড়ালে
অসহনীয় ভালবাসায় পুড়ে যায় ওদের শরীর
প্রকাশের ভাষা খুঁজে না পেয়ে তারা হয় মূক, বধির
চোখের খরস্রোতা বানে ভেসে যায় আমার মনের ঘর।
যেখানে সারাদিন শুধু আনন্দ আর গানে ভরে উঠত
সেখানে আজ খাঁ খাঁ শূন্যতার স্তব্ধ মরুভূমি
রাত্রি তুমি নিশ্চুপ থাক, ডুবে যাও দ্বিপ্রহরের আড়ালে
আমি অসম্ভব চন্দ্রিমা, অসম্ভব খররৌদ্র
আমায় লুকোবে কোথায়, এত আভিজাত্য তোমার আছে কি?
‘রাত্রি তুমি নিশ্চুপ থাক, ডুবে যাও দ্বিপ্রহরের আড়ালে
আমি অসম্ভব চন্দ্রিমা, অসম্ভব খররৌদ্র
আমায় লুকোবে কোথায়, এত আভিজাত্য তোমার আছে কি?’
বড্ডো কঠিন এই প্রশ্ন প্রিয় কবি। উত্তর নেই। কবিতা সুন্দর।
অনেক ভালো লাগা প্রিয় বন্ধু | পাশে থেক |
অসহনীয় ভালবাসায় পুড়ে যায় ওদের শরীর
প্রকাশের ভাষা খুঁজে না পেয়ে তারা হয় মূক, বধির
*সুন্দর কবিতা । শুভ কামনা ।
অনেক ধন্যবাদ জানাই বন্ধু |
কয়েকটা লাইনতো বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে শুরুটার চেয়ে শেষের দিকটা সুন্দর হয়েছে।
শুরুর তিনটি লাইনের অন্তমিলটা কি কাকতালীয় না কি আরোপিত?
অনেক ধন্যবাদ প্রিয় কবি | কাকতালীয় কবি |
লেখাটা পড়ে বেশ ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো।
অত্যন্ত খুশি হলাম ভাই, ভালবাসা নিও |
চমৎকার কবিতায় শুভেচ্ছা নিন কবি দিদি।
ধন্যবাদ ভাই | ভালবাসা নিও |