প্রিয়তমাসু
প্রিয়তমাসু, লাল কাঁকরের পথে মাঝে মাঝে পায়ের চিহ্নটি রেখে যেও,
অবলা, লাজুক আমি মনের কথা কইতে নারাজ
শুধু আমার নকল মুখগুলি ধরে আদর করে যেও
তাদের সাথে একটু প্রেম করে যেও, সে মুখ যদিও কখনই
বলেনিকো আর বলবেও সে আমি, কী দুর্বিষহ আমি!
আসল মুখটি যে আমার ক্ষতবিক্ষত তাই দেখাতে পারি না
প্রিয়তমা, দেখ আমি তোমার স্বপ্নের সেই রাজপুত্তুর
দেহহীন, ভাষাহীন, কায়াহীন শুধু ছবিসম স্বপ্ন-আকাশে ঘুরে বেড়াই।
পবিত্র ঈদের শুভেচ্ছা জানবেন প্রিয় কবিবন্ধু। শুভ দিন।
সুন্দর কবিতায় শুভেচ্ছা জানাই কবি দি…
ভালবাসা ও শুভেচ্ছা জানাই |