কি যেন এক

কি যেন এক

কি এক অভূত শূন্যতা
কুড়ে কুড়ে ‘খাচ্ছে’ নষ্ট করছে জীবন
কি এক দানা বাঁধা কষ্ট
আহত করছে অন্দরের
ওই বিস্তৃত ভুবন।

কি এক শূন্যতা
কি এক দুর্বিনীত দূরদর্শী দৈন্যতা
কি এক অনাদর স্মৃতি
ভেসে দিচ্ছে দুরাশার এ মন ;

2 thoughts on “কি যেন এক

  1. অবস্থার প্রেক্ষিতে জীবন যাত্রায় সামান্য পরিবর্তন এলেও জীবনের স্বরূপ বদলায় না।
    ভালো থেকো প্রিয় শামীম। ঈদ উত্তর শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কি এক শূন্যতা
    কি এক দুর্বিনীত দূরদর্শী দৈন্যতা
    কি এক অনাদর স্মৃতি
    ভেসে দিচ্ছে দুরাশার এ মন ;

মন্তব্য প্রধান বন্ধ আছে।