অতিক্রম

অতিক্রম

১৬৮ ঘন্টা অতিক্রম করল দেহ
৮ ঘন্টার সূর্যরাশিটা আবার উঠল!
ঘামঝরা ব্যস্ততার উম্মাদ মাঠ-
তবুও সেই দূরচিন্তাটা আরও গভীরে
কপকপ করে কাঁপন দিল।

যাক জীবন মানেই রণওযুদ্ধ ক্ষেত্র
সাহয রাকি কি হবে আর সবমিত্র-
মীরজাফরদের করুণ পরিস্থিতি দেখবো
এই সবে মাত্র!

ঘন্টার পর ঘন্টা -যুগের উপর যুগ
নগ্নইতিহাস গায়ে থুথুই দিবে কত মুখ –
ডুবে যাগ সমস্ত সূর্যরাশির কালোবুক!
অতিক্রম করতে চাই না ঘন্টাবাজির সুখ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “অতিক্রম

  1. আবার সেই একই জীবন। আবার এই আমাদের চক্র জীবন। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।