আকাশে বাতাসে জেগেছে আজ
চারিদিক মজলুম,
হবেনা আর জালিম শাসকদের
অত্যাদর জুলুম।
ওহে জালিম- ভেবোনা ঘুমে মোরা
আমাদের কিছু নাই,
সময় হলেই জাগি ধিকে ধিকে
আমরাই বিপ্লব ঘটাই।
খালিদ ইবন্ ওয়ালিদ এর মতো
লক্ষ খালিদ ভাসে,
একেকটি বিপ্লব, একেকটি হুঙ্কারে
বাতিল প্রাসাদ গ্রাসে।
আমরা মজলুম, আমরা বিদ্রোহী
আমরা করিনা ভয়,
লক্ষ খালিদের কণ্ঠে বজ্রধ্বনিতে
তাওহীদের হবে জয়।
আকাশে বাতাসে শ্বাসে নিশ্বাসে
ছড়াবো কালিমার বাণী,
যতো করিস চক্রান্ত হবো না ক্ষান্ত
আসুক যতো গ্লানি।
এমন লিখা লিখতে গেলে ইসলামের ইতিহাস জানতে হয়।
আমার তেমন জানা না থাকলেও পড়ে কিছু জ্ঞান আহরণ করলাম কবি।
তেমন জানি না প্রিয় মুরুব্বী ।
তবে আমর এ স্বল্প জ্ঞানে যতোটুকু আছে তার প্রয়াস মাত্র।
চেষ্টা করি ইসলামের ইতিহাস জানতে।
ধন্যবাদ ও সর্বদা শুভ কামনা রইলো।