শুধু একা
মাথার উপরে বিশাল যে নীলাভ গগন জগতে
প্রতিদিনই ও যেন নেমে আসে মাটিকে ছুঁতে;
কি আছে তার কিসের নেশায় তবে
দিনক্ষণ নেই, কি সে ভাবনায় ডুবে
বলতে আসে প্রেম ভালোবাসা সাঁঝে ও প্রাতে।
রাতের আকাশে তাই তো বসে তারাদের মেলা
আজন্ম চলে জগতে বরাবরই বর্ণিল এক খেলা;
চুপিচুপি হাসিহাসি ঐ দ্যাখো শশী
দলবেঁধে ঝিঁঝির দল বাজায় বাঁশি
যেন এক আনন্দ উচ্ছ্বাস বিস্ফুরণ সারাটিবেলা।
যখনই দাঁড়াই কখনো, থৈ থৈ সে ঐ সমুদ্র তটে
দ্যাখি কি উতাল তরঙ্গমালা বারংবার নেচে উঠে;
মনে হয় চুমু দিতে তীরে ছুটে আসে
ভিজিয়ে যায় পদযুগল, ভালোবেসে
এ যেন তার নির্বাক প্রেম প্রীতির প্রকাশই বটে।
শুনি শুধু তুমুল গর্জন যেন আকাশ কাঁপায় কেহ
চৈত্রের দাবদাহ পুড়িয়ে যায় মৃত্তিকার বক্ষ দেহ;
নীলিমায় তাই মেঘের প্রতিবাদ মিছিল
মৃত্তিকার হৃদয়ে ফুটাতে হাসি খিলখিল
নেমে আসে আষাঢ়ের প্রেমঢল ঢের মমতা,স্নেহ।
ঝড় তুফান যেই করে লুণ্ঠন বিধ্বস্থ সুন্দর প্রকৃতি
না যেতেই হৈমন্তী শীতের প্রকোপে হারায় কান্তি;
বৃক্ষরাজি খুয়ে ধুয়ে তার লতাপাতা
বনানীর বুকে নামে কি কষ্ট নীরবতা
ধরা অপরূপ মনোহর আবার, সাজায় যে বাসন্তী।
রূপ ও রসে সুবাসে আবার ভরে উঠে এ মৃত্তিকা
স্নেহসুলভ কি উদার হৃদয়ে তার, নেই অহমিকা;
নিই কই দীক্ষা, হই কি নত তার মত
চাই না বুঝি ওদের প্রেম, গভীর কত
আর মানুষ আমরা হৃদয়ে পুষি, বাঁচবো শুধু একা।
লিখাটি পড়ে মুগ্ধ হলাম। এখন মনে হচ্ছে … অনেকদিন আপনার লিখা পড়া হয়নি।