কষ্ট … বোদ্ধা কবি

কষ্ট … বোদ্ধা কবি

জানো দিনদুপুরে কষ্টলুকানো কতোটা কঠিন?
বাতাসের বেড়া ভেঙে ভেঙে কতো পাখি উড়ে
আকাশের শামিয়ানা ছিঁড়ে কতো না বৃষ্টি ঝরে
তবুও হাজার কষ্ট লুকাই শিষ্টজনের মতো রুটিন!

কিছু কষ্ট তুলোর পেঁজার মতো উড়িয়ে দিতে
চাই কিছুদূর
সমুদ্রের ফেনার মতো ওরাও এসে হাজিরা দেয়
ডানকানা ভোর!

আরও কিছু স্টক কষ্ট আছে আকাশের নীল
ওরাও কি কোনো একদিন হতে পারে না গাঙচিল?
নৈঃশব্দে হৃদয়ের কপাট রেখেছি কতো খুলে
তবুও কষ্টেরা কেন আমাকে যায় না ভুলে…..??

8 thoughts on “কষ্ট … বোদ্ধা কবি

  1. দারুণ কাব্য সম্ভার। অভিনন্দন প্রিয় কবি। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. তবে কবিতা লেখার কষ্ট স্বাথর্তক হয়েছে, অভিনন্দন আপনাকে।

  3. আরও কিছু স্টক কষ্ট আছে আকাশের নীল
    ওরাও কি কোনো একদিন হতে পারে না গাঙচিল?
    //কষ্টেরা গাঙচিল হয়ে গেলে আর কষ্ট কি ? উড়ে গেলে আর কষ্ট থাকেনা। থাকে শুন্যতা । ভালো লাগলো ভীষন কবি ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।