বাবা বাড়ি ফিরে এলেই মায়ের ব্যস্ততা বাড়ে
ঘরদোর পরিষ্কার করেন, জিনিসপত্র গুছিয়ে রাখেন
নতুন নতুন রান্না ওঠে চুলায়
আমাদের সারা বাড়ি জুড়ে তখন নবান্ন নবান্ন ভাব
সবকিছু ঠিক! বাবা তো খুশিতে আটখানা
অথচ এই একটা দিনেই মাকে আমার খুব অগোছালো মনে হয়
ঠিক উঠানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধানের মতো
চিকচিক করতে থাকা ধানটির মুখ জুড়ে তবু সোনালি হাসি।
অসাধারণ লাগে আপনার কবিতা। কী নিপুণ ভাবেই শব্দগুলোকে একত্রিত করেন !!
এক্ষেত্রে একটা কথা বারবারই বলতে হয় – আপনার এমন মন্তব্য আমার লেখক জীবনে বড় পাওয়া। ভালো সতত
সুন্দর উপস্থাপন;
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা
ধন্যবাদ স্যার
ভীষণ ভালো লাগলো কবি সরল সুন্দর উপস্হাপনা ।
ভালোবাসা জানবেন ভাই
অসম্ভব ভাল লাগল কবিতাটি। সংক্ষিপ্ত কিন্তু পরিচ্ছন্ন ও পরিপূর্ণ একটা কবিতা।
কবিতাটি পড়ে আমার আল মাহমুদের একটা কবিতা খুব মনে পড়ল। সম্ভবত কবিতাটির নাম, প্রত্যাবর্তনের লজ্জা।
অভিনন্দন প্রিয় কবি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আনু ভাই
বেশ ভালো লাগলো। শুভেচ্ছা, কবি!