কেউ ভুলে না যমুনা

কেউ ভুলে না যমুনা

কে জানে না-
তোমার নাম যমুনা
শত রূপ জলে রূপসী
তুমি অনন্যা !
তোমার বুকে কত না
বাদামী আকাশী রঙের চর-
বাঁটির চর –দেলুয়াবাড়ি চর
আর কত নাম না জানা
দুঃখে ভাঙ্গা গড়া ঘর;
তাই তো তোমার নামটি
কেউ ভুলে না।

ওগো যমুনা আমার মাঝে
সকাল দুপুর ডুব দিয়ে যাও-
তুলো ঝড় স্মৃতিমাখা
বালু মুছানোর জল
চোখে ভাসো সরিষা তুলা
দৃশ্য ফুলে ফল
সবুজ ঘাস কাশবন দুলে দুলো খাও
হারিয়ে যাও একুল ওকুল
তাই তো তোমার নামটি
কেউ ভুলে না-
তোমার নাম তাই যমুনা ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “কেউ ভুলে না যমুনা

মন্তব্য প্রধান বন্ধ আছে।