বৃষ্টিজলে নাচতে এসো
…………………………………..
আড়াল হলেই মৃত্যু ঘিরে ধরে
হিম সময়
নষ্ট প্রহর
অপেক্ষা – মূলত এক অসুখের নাম
তবুও নদীর মতো বয়ে চলে জীবন।
আমার কষ্ট বেলা
দেখেছি মাঝি জীবন
নৌকা বিহীন
বেঁচে থাকার নামে – মাছের লড়াই
ডুবছে সবই।
আড়াল হলেই মৃত্যু এগিয়ে আসে
তার চেয়ে বৃষ্টিজলে নাচতে এসো
বর্ষা তবু বাঁচতে শেখায়।
ভালো লাগার মতো একটি লিখা প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।
ধন্যবাদ মুরুব্বী
বর্ষা তবু বাঁচতে শেখায় – আমার প্রিয় ঋতু বর্ষা, বৃষ্টির দিন-রাত আমার প্রিয়।