লিজ ……. একটু ছুুঁয়ে দিয়ে যা না

লিজ ……. একটু ছুুঁয়ে দিযে যা না

শুধু তুই ছুঁয়ে দিলে নদী হয়ে যাই
ভিজিয়ে দিলে এক সমুদ্র
আমার ঠিকানা ছাতিমগাছ
মুখোমুখি বসে থাকা শালিক।

হাওয়ার টঙ্কার এক শরীরী ভাষা
এইযে দেহতত্ব – বিনির্মাণ
রোজ রোজ তবু ছুঁয়ে দেয়
সহস্র হাত।

অন্ধকারে রাতের বেদনা বাড়ে
ভাঙ্গছে মোমঘর
ছিঁড়ছে বেদনার এপিটাফ
জীবনের প্রাসঙ্গিকতা কোথায়?

শুধু তুই ছুঁয়ে দিলে – প্লেটোনিক লাভ
মাইনাস হয়ে যায় প্লাস
বেসুরো স্বরলিপি – হয় কথাকলি
হাত বাড়িয়ে আছি – একটু ছুঁয়ে দিয়ে যা না …প্লিজ!!!

2 thoughts on “লিজ ……. একটু ছুুঁয়ে দিয়ে যা না

  1. 'শুধু তুই ছুঁয়ে দিলে – প্লেটোনিক লাভ
    মাইনাস হয়ে যায় প্লাস
    বেসুরো স্বরলিপি – হয় কথাকলি
    হাত বাড়িয়ে আছি – একটু ছুঁয়ে দিয়ে যা না …প্লিজ!!!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. শুধু তুই ছুঁয়ে দিলে – প্লেটোনিক লাভ
    মাইনাস হয়ে যায় প্লাস
    বেসুরো স্বরলিপি – হয় কথাকলি
    হাত বাড়িয়ে আছি – একটু ছুঁয়ে দিয়ে যা না …প্লিজ!!!

    ভালো লাগলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।