এ এক আরধ্য পথের আখ্যান

এ এক আরধ্য পথের আখ্যান

এই তো,
এই পথের ধুলায়
আজও তার নগ্ন পায়ের ছাপ!

মিইয়ে গেছে তো কি হয়েছে?
পদচিহ্ন ধুলার আবিরই তার সাক্ষ্য বহন করে
যদিও কিছু গেছে হাওয়ায় উড়ে!
কিছু গেছে ক্ষয়ে!
জল ধুয়ে ভেসে গেছে কিছু!

তাই তো এই পথেই
তারই অবয়ব যেন আনাগুনায়
নিত্য আলখেল্লায় বাতাস উড়ায় রাতদিন
ক্ষণ বুনে বুনে
কালের গহন জুড়ে আরধ্য
এক মুঠো ভালোবাসার!
পাছে হারিয়ে যায় মুছে
তাই তো এই পথ পাহারায়
সমাহিত ধুলোর আস্তর জমে জমে
হয়তো হবে কঠিন শিলা
তারই পদচিহ্ন গেঁথে রবে তার গায়;

পৌরনিক মিথে,
সেই পথের প্রেম গাঁথা সবার মুখে মুখে রবে
দূর্নিবার বেগে ছড়াবে বিশ্ব ব্যাপি;
প্রেম সোদা আধো চিহ্নে বাঁচে
এ এক আরধ্য পথের আখ্যান
তারই একচিলতে প্রেম ছিল!
—-মিথ অভিমান

১৪২৪/১২, শ্রাবণ/বর্ষাকাল।

2 thoughts on “এ এক আরধ্য পথের আখ্যান

  1. চমৎকার এই আরাধ্য পথের আখ্যান। অভিনন্দন প্রিয় মাটি ও মানুষের বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. এ এক আরধ্য পথের আখ্যান
    তারই একচিলতে প্রেম ছিল!
    —-মিথ অভিমান। শুভ কামনা রইলো কবি

মন্তব্য প্রধান বন্ধ আছে।