একেমন গৃধু

একেমন গৃধু

কি সংসার দিলা গুরু
ক্রোধহিলাই করে গৃধু!
সাজাই আমি ভাল
ভাঙেগ তারা আরো।

ডানে দেখি -বায়ে দেখি
মাটি চন্দন দেহে মনোহিংসে
জ্বালায় যে অনল-
জানি না গুরু-
সেই অনলে পুড়ি দিবানিশি
সংসার সুখের ছল-
শুধুই কি সংসার দিলা গুরু;

চক্ষু দিলা -মনও দিলা আর
দিলা জ্ঞান বৃদ্ধি বিবেক!
তবুও তারা সুখ শান্তি মরণ
ভুলে গিয়ে করে ক্রোধহিলাই
গৃধু -কি সংসার দিলা গুরু
কি সংসার দিলা গুরু ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “একেমন গৃধু

  1. বেশ ইন্টারেস্টিং লিখা। শুভেচ্ছা প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. অাপনি তো দেখছি চারণকবি! ভাল, বেশ ভালো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।