বন্ধু ঘাসফড়িং

বন্ধু ঘাসফড়িং

রঙবিরল সু-গন্ধ আর জলতরঙ্গের মতো
বহমান প্রণয় যেমনটা নদী করে উত্তাল
তেমনটা স্রোতে ভাঙ্গে কত না বালিমাটি –
ভালোবাসার স্বরূপ বন্ধু তুই ঘাসফড়িং!

বোঝে না নিঃশ্বাস বিশ্বাসে জনম ভর খাঁটি।
রিনিঝিনি রাতের স্বপ্ন ঘোরে হও কত
প্রণয়ের শাসনরাজ্যে জুড়ে রাজরাণীর মতো!
মধুর চেয়েও খাঁটি স্মৃতির বাউর ভিজা মিষ্টি !

লাল নীল ঘাসফুলে বসে যখন বুঝে নিস
প্রণয় উড়েছে ঘাসফড়িং ইচ্ছা করে ছোঁয়া নিতে –
উড়াল দিবে তখন সবুজমেঘের বাড়ি- তবুও
সান্ত্বনা ঘিরে রাখি তোকে ভালোবাসি বন্ধু ঘাসফড়িং।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “বন্ধু ঘাসফড়িং

  1. রঙবিরল সু-গন্ধ আর জলতরঙ্গের মতো
    বহমান প্রণয় যেমনটা নদী করে উত্তাল
    তেমনটা স্রোতে ভাঙ্গে কত না বালিমাটি –
    ভালোবাসার স্বরূপ বন্ধু তুই ঘাসফড়িং!

    বাহ্। অনেক সুন্দর একটি লিখা। অভিনন্দন বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।