লিমেরিক গুচ্ছ ৫০
১। খালি হাতে
কি এনেছিলে সাথে যখন প্রথম এলে জগতে
মার ভালোবাসা ছাড়া কি ছিল তোমার পাতে;
অসত্যের হাত ধরে হলে তবে বড়
অঢেল ঐশ্বর্য, সম্পদ করেছো জড়
কি নিঠুর বিধান সব ফেলে ফেরা খালি হাতে।
২। এই আছি ও বেলা নেই
দম্ভ গর্ব অহংকার কারো, টিকে না বেশীদিন
শক্তি সামর্থ, যৌবন যেমন থাকে না চিরদিন;
রবির প্রখরতা স্থিমিত বিকেলে
সে কি অদ্ভুত খেলা সময় খেলে
এই আছি ও বেলা নেই বেলাশেষে সব লীন।
আমার আসার সময় খালি হাতে আসি যাওয়ার সময়ও খালি হাতে যাই। মাঝখানের জীবনটায় অনেক কিছু পাই।
অনেক ধন্যবাদ ভাই আমির ইশতিয়াক। শুভ কামনা।
সুন্দর লিমেরিক।
অনেক ধন্যবাদ ভাই সাইয়িদ রফিকুল হক । শুভ কামনা।