আরণ্যক স্বর্গীয়

প্রতিদিন পাহাড়ের ঢালু থেকে আরণ্যককে নামতে দেখা যাবে
ওর ভেতরে যেন ইশ্বর আছে –এমন মনে হবে
দূর থেকে ফিরে আসবে আরণ্যক আর হাঁটবে
ওকে স্বর্গীয় মনে হবে

আরণ্যক শহরে চলবে গ্রামে ও পাহাড়ে
তাকে ছোট, বড় সব-ই মনে হবে
ওকে মনে ইশ্বরে লালিত একটি খাঁটি শিশু
আমি আরণ্যককে অনেক দূর থেকে দেখেছিলাম
ও যেন আমার গায়ের ঘাম
মাথার চুল ও ভালবাসা
ওর স্বর্গীয় স্বভাবকে আমি খুব ভালবেসেছিলাম

আরণ্যক বলত –আমি বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে গেছি
আমাকে আরো বাঁচতে হবে
এভাবেই আমার যাত্রা চলছে ও চলবে
আমি তার সাধারণ কথাগুলোকে অসাধারণ ভাবতাম
ওর ছায়ায় ছায়ায় ছুটে বেড়াতাম
থাক না আরণ্যকের আরেকটু কষ্ট
ও বেঁচে থাকুক
কষ্ট আছে বলেই আমি ওর নাম দিলাম আরণ্যক
গায়ে ওর ময়লা লাগে বলেই আরণ্যক
ওকে খুব মানায়
ওর স্বর্গীয় স্বভাবটা আমার খুব ভাল লাগে
খুব সহজেই ও সব কিছু স্বীকার করে নেই।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

2 thoughts on “আরণ্যক স্বর্গীয়

  1. বেশ লঅম্বা বিরতির পর আপনার লিখা পড়লাম। বেশ লিখেছেন।
    অভিনন্দন এবং শুভ সকাল মি. খালিদ মোশারফ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।