প্রকৃতি বড়ই বিরূপ খরা বৃষ্টির ভিন্ন রূপ
বর্ষা ঋতুই ফসল পুড়ে চাষীর নাই সুখ
পাট পঁচানো পানি নাই খাল-বিল ঠনঠন
বৃষ্টি বিহীন মাটি চৌচির ক্ষেত ঢনঢন।
শ্রাবনে বৃষ্টি নামে বর্ষা ঋতুর শেষ সপ্তাহ
বীজতলা পুরাট রোপা আমনে নাই সাধ
দিনের পানি ধান রাতের জলে উঠে বান
জাল-খলই হাতে জেলে মাছ ধরতে যান।
ভরা আষাঢ়ে যায়নি শোনা ব্যাঙের ডাক
শ্রাবণে টানা বৃষ্টি খাল-বিল থৈ-থৈ করে
মুষলধারে বৃষ্টি পড়ে কাজ বিনা ঘরে বসে
চাষী দুখে একাকার গরীব-দুখীর হাহাকার।
হাটে ফসলের দাম নাই চাষীর মাথায় হাত
নানান পণ্যে দাম ধরা শ্রমিকের মজুরি চড়া
প্রকৃতির যত ধকল চাষীর চিন্তা ক্ষেত ফসল
ঘরে ফসল না এলে বিরূপ বর্ষা ক্ষতি হবে।
-০-
১০-০৮-১৭
সেই যে গত সন্ধ্যায় শুরু হয়েছে থামবার জো নেই। অবিরাম ঝরছেই।
বৃষ্টিস্নাত দিন রাত্রির শুভেচ্ছা প্রিয় বাসেত ভাই। কেমন ছিলেন ?