পূর্বাভাস

পূর্বাভাস

বহুকাল পর দাঁড়িয়ে গেছি
আয়নায় বিম্বিত জীবন দেখবো বলে
ভুলে গেছি সুরাপাত্রের শেষ চুুমুকের স্বাদ

সিগারেটে পুড়িয়ে দিয়েছি ফেলা রাখা কথা
ধোঁয়ার অঙ্গীকার, পুষ্প বাগান
কৌশল করি প্রেমিকার সমাধিতে ঢোকার

আধখানা চাঁদ ভেঙ্গে খাওযার পর মনে হতে পারে
ডিম আর রুটির সম্পর্ক বুঝি অনেক গভীর
অথচ আরও গভীরে গেলে দেখতে পাই ব্লাসফেমী আইন

বহুকাল পর উঠে দাঁড়িয়েছি
মুখের ওপর নিয়ে মুদ্রিত পাপ
নিশ্চিত জানি, এই শহরে একটা ঝড়ো হাওয়া হবে আজ।

1 thought on “পূর্বাভাস

  1. খুবই ভালো একটি কবিতা। অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।