একটি পাতা
গাছে ছিলো অনেক পাতা
খুশির হাসি ডালে ডালে,
একটু খানি বাতাস হলেই
দুলতো তারা তালে তালে।
একটি পাতা ভীষণ একা
স্বপ্ন ছিলো দুচোখ ভরে,
অনেক পাতার সাথে মিশে
গাছটাকে সে সবুজ করে।
হঠাৎ করে এক সকালে
সেই পাতাটি গেল ঝরে,
গাছের নানান পাতার ভীড়ে
পড়লো সবার অগোচরে
সেই পাতাটি ঝরা পাতা
ধীরে ধীরে যায় হারিয়ে,
কেউ ভাবে না তার কথাটি
হৃদয় থেকে দেয় সরিয়ে।
সিম্পলি বেস্ট ওয়ান প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
কথা এবং ভাব দুটোই অসাধারণ হয়েছে। আমাদের প্রিয় মানুষগুলোও ঠিক এভাবে হারিয়ে যায়, হারিয়ে যাবো আমরাও একদিন। তবু ক্যানো নিঃশ্বাস চলাকালীন ভুলে যাই সেটাই ভাবতে পারিনা। আপনি সত্য উপস্থাপন করেছেন, ধন্যবাদ।