নেই ইতিহাসে

নেই ইতিহাসে

(বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি)

পনেরো আগষ্ট এলেই মনে উদয়
বাঙ্গালী জাতির মর্মভেদী শোক দিন;
’নিহত জাতির পিতা’,যেন সে প্রলয়
জমিনে মাতম, বেজে উঠে শোক বীণ।

লাল সবুজ পতাকার সেই স্থপতি
হিমালয় প্রতিম প্রিয় এক ব্যক্তিত্ব;
করেন মুক্ত যে মুজিব, বাঙ্গালী জাতি
নেই ইতিহাসে এমন দৃঢ় নেতৃত্ব।

পৈশাচিক উন্মত্ততায় ঘাতক দল
সে কি নিষ্ঠুর হত্যাযজ্ঞ বুলেট ছুঁড়ে;
’বাংলার বাঘে’র রক্তে রাঙায় ভূতল
না কাঁপে হাত,না এক ফোটা অশ্রু ঝরে।

ঘাতক পশুরা কেড়ে নেয় তাঁর দেহ
চিরঞ্জীব যিনি,সাধ্য কার কাড়ে কেহ।

চতুর্দশপদী কবিতা

3 thoughts on “নেই ইতিহাসে

  1. “পনেরো আগষ্ট এলেই মনে উদয়
    বাঙ্গালী জাতির মর্মভেদী শোক দিন;
    ’নিহত জাতির পিতা’, যেন সে প্রলয়
    জমিনে মাতম, বেজে উঠে শোক বীণ।”

    ___ বুক হাহাকার করে উঠে। বঙ্গবন্ধু চিরঞ্জীবি হোন।

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী।

মন্তব্য প্রধান বন্ধ আছে।