ফিরে আসবে মুজিব
রক্ত কালিতে লেখা শোকের দিনটি
প্রতিবার ঘুরে ফিরে আসে আগষ্ট পনেরো;
কাঁদে আকাশ বাতাস বাংলার মাটি
বন্ধুসম জাতির পিতা, ছিল না আর কারো।
কি ভয়াল কত নিষ্ঠুর ছিল সে রাত
ঘাতক পশুদের কত নির্মম, সে ঔদ্ধত্যপনা;
বঙ্গবন্ধুর প্রাণবধেও কাঁপেনি হাত
কেঁদে উঠেছিল প্রকৃতি জনপদের ধূলিকণা।
তাঁরই বজ্র ডাকে আবালবৃদ্ধবনিতা
দু’বার ভাবেনি, নেমে এলো রক্ত রণমাঠে;
ছিনিয়ে আনে এ বাংলার স্বাধীনতা
বাংলার ঘরে ঘরে দীপ্ত হাসিতে ভরে উঠে।
আজো জনতা কাঁদে, হৃদয়ে বিশ্বাস
ফিরে আসবে মুজিব দাঁড়াবে আবার পাশে;
ফেটে পড়বে কৃষাণে আনন্দ উচ্ছ্বাস
সোনার বাংলা তোমার, গড়বে মিলে মিশে।
বড় কষ্ট লাগে ফেটে যায় হৃদয়খানি
কেহ করবে না নিপাত, বলতে তুমি সতত;
উদার অন্তর তোমার, মমতার খনি
বদলা পেলে প্রেমের, বাংলা হলো কলুষিত।
“তাঁরই বজ্র ডাকে আবালবৃদ্ধবনিতা
দু’বার ভাবেনি, নেমে এলো রক্ত রণমাঠে;
ছিনিয়ে আনে এ বাংলার স্বাধীনতা
বাংলার ঘরে ঘরে দীপ্ত হাসিতে ভরে উঠে।”
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। শুভ কামনা রইলো।