শোক

শোক

বৃষ্টিকে বলেছি আর ফেলো না চোখের জল
চিতাকে বলেছি বুকে আর কতো জ্বালবে অনল?

পাথরকে বলেছি আর কতো বইবে শোক
ঝর্ণাকে বলেছি আর কতো কেঁদে ভাসাবে বুক?

পাহাড়কে বলেছি আর কতো সইবে দুখের ভার
আকাশকে বলেছি আর কতো দেখবে অবিচার?

বাতাসকে বলেছি বুকের পাহাড় বিতাড়িত করো
ঈশ্বরে বলেছি শোককে শক্তিতে রুপান্তর করো।।

2 thoughts on “শোক

  1. প্রত্যেকটি ছত্র ভালো হয়েছে। পদ্যের প্রতি্ আলাদা মায়া কাজ করে আমার মধ্যে।
    শুভেচ্ছা রইলো প্রিয় কবি। শুভ সন্ধ্যা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।