বঙ্গবন্ধু ♦
আমি কি জমা রেখেছি নাম, ভালো লাগা জলের ভেতর
আমি কি এঁকেছি ছবি, রৌদ্রময় মেঘের গহীনে
নাকি আবার ফিরবো বলে, কথা দিয়ে
উঁচু করেছি হাত!
কিছুই করিনি। রোদের অনুকূলে যে দুপুর
দায়িত্বপ্রাপ্ত হয়, যে বৃষ্টি টেমসের তীরে
আমার সাথে লুকোচুরি খেলে, শুধু তাকেই বলেছি-
আজকের সমস্ত অনুগাগ তুমি বরাদ্দ করো,
মুজিবের নামে, বঙ্গবন্ধু….
বাংলার খোকা’কে তুমি কুর্নিশ করে হারিয়ে যাও
বাঙালী জাতিসত্তার ছায়ায়, ছায়ায়।
“… আজকের সমস্ত অনুরাগ তুমি বরাদ্দ করো,
মুজিবের নামে, বঙ্গবন্ধু….
বাংলার খোকা’কে তুমি কুর্নিশ করে হারিয়ে যাও
বাঙালী জাতিসত্তার ছায়ায়, ছায়ায়।”