শুধু কষ্টদূত
ঐ হিমালয় সম কষ্ট দূত-
আর সমুদ্র সম অথৈ জল !
পূজো করার এক মুঠো
কৃষ্ণচূড়া রাঙা শতদল।
হায় হিমালয় -হায় সমুদ্র
আর কত শোকে মাতন-
কলাগাছের মানবতায় শুধু
কতটা নদে কর রক্তক্ষরণ;
নির্জনে দেহের আর্তনাদ
সেতো ভূমিকম্পন সমবাদ
শ্মশন পোড়া উড়া ছাই-
শঙ্খ চিলে মাটির গন্ধ নিতে
মলিন রাখো একটা রাত।
ঐ হিমালয় সম কষ্ট দূত-
আর সমুদ্র সম অথৈ জল !
এভাবে সইতে সইতে আধার
করে গেলো খল -সুখের নায়ে
ভেসে গোলো হাজারো ছল।
শুভেচ্ছা এবং শুভ সকাল প্রিয় বাউল কবি মি. সরকার।