শুধু কষ্টদূত

শুধু কষ্টদূত

ঐ হিমালয় সম কষ্ট দূত-
আর সমুদ্র সম অথৈ জল !
পূজো করার এক মুঠো
কৃষ্ণচূড়া রাঙা শতদল।

হায় হিমালয় -হায় সমুদ্র
আর কত শোকে মাতন-
কলাগাছের মানবতায় শুধু
কতটা নদে কর রক্তক্ষরণ;

নির্জনে দেহের আর্তনাদ
সেতো ভূমিকম্পন সমবাদ
শ্মশন পোড়া উড়া ছাই-
শঙ্খ চিলে মাটির গন্ধ নিতে
মলিন রাখো একটা রাত।

ঐ হিমালয় সম কষ্ট দূত-
আর সমুদ্র সম অথৈ জল !
এভাবে সইতে সইতে আধার
করে গেলো খল -সুখের নায়ে
ভেসে গোলো হাজারো ছল।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “শুধু কষ্টদূত

  1. শুভেচ্ছা এবং শুভ সকাল প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।