দূর দূরান্তে ছুটে যাও পথিক
কর্মে থাক মশগুল,
মনে চিন্তা; জীবন যুদ্ধে নাই কূল !
সাহস রাখ; ধৈর্য ধর,
শৈশব থেকে দুঃখ কর জয়।
নির্ভয়ে পথ চলো; সদা সাহস রাখ,
লোভ লালসা ভুলে যাবে;
সৎ কর্মেই জয়ী হবে।
জাতির হাল ধর তুমি কর্ণধার,
দূরন্ত পথ হোক স্বচ্ছতার।
-০-
২০-০৮-১৭
সকাল-৭.১৫ মিনিট।
‘সাহস রাখ; ধৈর্য ধর,
শৈশব থেকে দুঃখ কর জয়।
জাতির হাল ধর তুমি কর্ণধার,
দূরন্ত পথ হোক স্বচ্ছতার।’
একটি জাতিকে দুরাশার হাত থেকে বাঁচাতে প্রগতির বাণীতে প্রত্যয়ী হতে হবে।