আড্ডা হল, হল আরো অনেক কিছুই

বহু দিন আড্ডা দিইনি এমন জমজমাট। যদিও আড্ডার স্থান ছিল টিএসসি, শেষ মুহুর্তে আমরা সবাই টিএসসি থেকে চলে যাই সোহরাওয়ার্দী উদ্যানে। ঘাসের উপর বসেছি বহুদিন হয়ে গেল। সেই কবেকার পরে আবার আমরা গতকাল বসলাম ঘাসের ডগায়। হিমালয় থেকে বঙ্গোপসাগরে যাওয়ার পথে পথে কতদিক দিক থেকে আমরা কত দিকে যে আমরা চলে গেলাম। অনেকদিনের জমানো অনেক কথার ঝাঁপি খুলে ধরি আমরা সবাই। মনের দুয়ার খুলে দিয়েছিলেন আমাদের কবি মোকসেদুল ইসলাম, চারু মান্নান। আর তাদের সাথে সাথে কবি আনিসুর রহমান। ব্যক্তিগত, অব্যক্তিগত, সামাজিক রাজনৈতিক আলাপে আমরা কই থেকে কই কই হারিয়ে গেলাম, সেটা যারা না উপস্থিত ছিলেন তাদের বুঝিয়ে বলা যাবে না।

আলোচনায় এলো প্রকাশক আর প্রকাশনা, এলো সাম্প্রতিক বন্যা, এলো শব্দনীড়। আমাদের সাহিত্যে প্রকাশকদের ভূমিকা কতটুকু, লেখক প্রকাশকদের সম্পর্ক, সাহিত্য ও ব্যবসা এইসব আলোচনা হল। কবি মোকসেদুলের সাম্প্রতিক প্রকাশিত কাব্যগ্রন্থ অদ্ভুত মানুষগুলো নিয়ে আলোচনা হল অনেক। তেমনি আলোচনা হলো আনু আনোয়ারের গল্প নিয়ে, লেখালেখি নিয়ে। আনু আনোয়ার আলোচনা করলেন জাদুবাস্তবাদ ও বাংলাসাহিত্যে জাদুবাস্তববাদের প্রয়োগ নিয়ে। আলোচনায় এলেন গ্যাব্রিয়েলা গার্সিয়া মার্কেজ। বন্যা ও ত্রাণকার্যক্রম নিয়ে আলোচনা করলেন চারুমান্নান।

আড্ডা শেষে আমরা কিছু সিদ্ধান্তও নিইঃ

১। আমরা প্রতি মাসের শেষ শুক্রবারে মিলিত হব এই আড্ডায়।
২। আমরা একটা লিটল ম্যাগ নিয়ে আসতে চাই। সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেপ্টেম্বরের আড্ডা।

আমাদের আড্ডা যেন শেষ হতেই চায় না, কিন্তু সোহরাওয়ার্দীতে সাতটার পরে থাকার নিয়ম নেই। তাই সেখান থেকে আমরা দলবেঁধে চলে গেলাম হাকিম চত্বরে। হাকিম চত্ব্বর থেকে সবাই যে যার মত চলে যাই।

যারা আসেননি বা আসতে পারেননি নিঃসন্দেহে অনেক মিস করেছেন। পরবর্তী আড্ডার আমন্ত্রন জানিয়ে আজ শেষ করছি।

17 thoughts on “আড্ডা হল, হল আরো অনেক কিছুই

  1. এই পোস্টের অপেক্ষা নিয়ে বসে ছিলাম। চমৎকার একটি বিকেল কাটিয়েছেন পড়ে নিজের কাছেই ভালো লাগছে। খুব ভালো দুটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রয়োজন আছে।

    অংশ গ্রহণকারী সকলের প্রতি আমাদের সাধুবাদ। সবাই এমন আনন্দে থাকি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ছবিও আশা করেছিলাম।মুরব্বী ছিলেন না,মন্তব্য পড়েই জানলাম।শুভ কামনা রইলো।

    1. হ্যাঁ, মুরুব্বী থাকতে পারেননি।
      সাম্প্রতিক নানা বাস্তবতা বিবেচনা করে অংশগ্রহণকারীদের একটা অংশ ছবি দিতে চাননি। তাই ছবি দেয়া হয়নি।

  3. আড্ডার ছবি দিলে ভালো হতো। আপনারা মোট কতজন উপস্থিত ছিলেন? আড্ডায় উপস্থিত থাকতে না পারায় সকলকে মিস করেছি।

    আড্ডা চলুক প্রতিমাসে সমর্থন রইল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সাম্প্রতিক নানা বাস্তবতা বিবেচনা করে অংশগ্রহণকারীদের একটা অংশ ছবি দিতে চাননি। তাই ছবি দেয়া হয়নি।
      আপনার প্রতিও শুভকামনা জানাই। ভবিষ্যতের আড্ডায় আপনাকে পাব এই আশাবাদ রইল।

  4. সিদ্ধান্ত ভালো লেগেছে, উপস্থিত থাকতে পারিনি বলে মনটা ঝটফট করেছে। আশা করছি ঈদের পর দেখা হবে, কথা হবে।

  5. চমৎকার পরিবেশে সুন্দর একটি আড্ডা হয়েছে। দুটি বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি সবাই এ বিষয়ে নিজস্ব মতামত জানাবেন।

  6. এমন আড্ডা মাঝে মাঝে হলে মন্দ হয় না,,,,,সবাইকে অভিন্দনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    1. অনেক ধন্যবাদ প্রিয় মান্নান ভাই। আপনার উপস্থিতি ছিল আমাদের আড্ডার আলোকবর্তিকা।

  7. যাবার ইচ্ছে ছিলো কিন্তু সময় করতে না পারায় আড্ডা মিস করেছি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।