কি পেলে?

কি পেলে?

কি পেলে শুধু ঈদ উৎসব নিলে?
কাছে পেয়ে সবকিছু ভুলে গেলে-
ভবিষ্যৎটা ভাবলে কি নতুন স্বাদে
জল স্থল ফসল ভাঙ্গার ভিটে!
নাকি তাতেই খুশি মুখ পিটে ।

এই ভাবে থাকো না ভেঙ্গে বুকে-
একদিন বিবর্ণ হবে জলের শোকে:
সোনালী মাঠ আর কি দুখে।
তবুও কিছুতো একটা পেলে!

কার গড়লো ভিটে রান্না করা চুলে-
অতঃপর সান্ত্বনা আর মিলে;
বানভাসী ভাঙ্গে কুল আর জলে-
এতো কাছে পেয়ে কি পেলে?

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “কি পেলে?

মন্তব্য প্রধান বন্ধ আছে।