চারুলতা

চারুলতা

হাত ফসকে ছুটিতে গেছে যে জল
সেকি আর ফিরবে না?
বসন্তের নামে কতো ফুল ফুটে, আতুরাশ্রম ফেটে বেরিয়ে
আসে কতো জিন,
আমার কী হয়েছে বলতে পারো চারুলতা
আসমানি কি ভুলে গেছে কবিতার ঋণ?

দেখো কিভাবে নেমে যায় জল পাহাড় ছেড়ে
আবার ফিরেও আসে জন্মান্তরে
তখন চোখ কথা বলে উঠে, কথা বলে উঠে চিতার অনল
আদুরীও একদিন এমনি বলেছিলো
সেও কি তবে ভুল?

আমি তো তার চুলের ছায়ায় কোনো ভুল দেখিনি
আমার কাছে একটা সময় সব-ই বেনামি ফুল!!

2 thoughts on “চারুলতা

  1. ‘দেখো কিভাবে নেমে যায় জল পাহাড় ছেড়ে
    আবার ফিরেও আসে জন্মান্তরে
    তখন চোখ কথা বলে উঠে, কথা বলে উঠে চিতার অনল।’

    সিম্পলি বেস্ট ওয়ান প্রিয় কবি। অভিনন্দন এবং অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অফুরান ধন্যবাদ জামান ভাই। ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।