গাছ

গাছ

একদিন পৃথিবী জন্মদিলো গাছেদের।
একটিই মাত্র রং দিলো সবুজ।
বিষ্ণুর নাভীপদ্মে জন্মেছিলো শব্দটা।
চারিদিকে ছায়া দেওয়া, শান্ত গাছেরা।
সূর্য পর্যন্ত একটা সুন্দর পথ করে নিয়েছে।
সবুজ গাছেদের আড়ালে, কখনো আবার
সোনালী শস্যের ভেতর দিয়ে প্রকৃতির হৃদয়ে।
প্রসারিত করা ডালপালা,
একটিই মাত্র রং সবুজ।
যার জন্য হল জল
মাটি
নারী।।

3 thoughts on “গাছ

  1. কমপ্লিটলি সুন্দর এবং হৃদয় কাড়া সংক্ষিপ্ত একটি কবিতা। ছোটই ভালো প্রিয় কবি রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।