কোরবানি

কোরবানি

কতটুকু মাংস খাবো- কি খাবো না
মনের পশু কোরবানি দিবো- কি দিবো না
সদা উত্তর জানোও সোনা বলে- জানি না !
মাংস ভাগাভাগি কোরবানির একি নমুনা –
কি হলো মনের পশু মনেতে কি রইল ?

ভাবু আকাশ বাতাস উ ভেসে গেলো-
আমার ত্যাগসাধন্নীর কোরবানির কি হলো?
সবই জানি বুঝি তবুও মনের ঘরে চুরি!
কত আনন্দ হাসি খুশির ঘৃণ নিয়ে ঘরে ফিরি-
অতঃপর কোরবানি খোদা কবুল কর জানি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “কোরবানি

  1. কোরবানীর মূল উদ্দেশ্য হোক মনের পশুত্বকে বধ করা।
    ঈদ মোবারক বাউল কবি মি. সরকার।

মন্তব্য প্রধান বন্ধ আছে।