কোরবানি
কতটুকু মাংস খাবো- কি খাবো না
মনের পশু কোরবানি দিবো- কি দিবো না
সদা উত্তর জানোও সোনা বলে- জানি না !
মাংস ভাগাভাগি কোরবানির একি নমুনা –
কি হলো মনের পশু মনেতে কি রইল ?
ভাবু আকাশ বাতাস উ ভেসে গেলো-
আমার ত্যাগসাধন্নীর কোরবানির কি হলো?
সবই জানি বুঝি তবুও মনের ঘরে চুরি!
কত আনন্দ হাসি খুশির ঘৃণ নিয়ে ঘরে ফিরি-
অতঃপর কোরবানি খোদা কবুল কর জানি।
কোরবানীর মূল উদ্দেশ্য হোক মনের পশুত্বকে বধ করা।
ঈদ মোবারক বাউল কবি মি. সরকার।