হাওয়াশূন্য নীরবতা
জন্মের সময় মধু আক্রা ছিল
তবুও তেঁতো কথা বমি করতে
গলা জ্বলে যায়,
অবজ্ঞার হুল ফুটলে-
অকারণ প্রশংসার উপক্রমণিকায়-
ব্যাঙ্গের করাতকাটা সময়ে-
ত্বক ফালা হয়ে উলঙ্গনীল।
এতো যুদ্ধ, এতো বৈরীতা
এতো দখলের অনাবশ্যক লড়াই
এতো কোটির অস্ত্র
ঝনঝন করে শব্দদূষণ করে যায়।
তেপান্তরের মাঠ
রাজিবৈষ্ণবীর কীর্ত্তন
যৌথ পরিবারের হুল্লোড়
জলাঞ্জলি দিতে ধারালো
ছুরির খুব দরকার ছিলো?
সবচেয়ে ধারালো অস্ত্র কথা
সবচেয়ে স্লো পয়জনাস অবজ্ঞা,
ম্যামথকেও মূহুর্তে করে
শব্দহীন নীরবতায়
মহাজাগতিক ধোঁয়াশা।
শিরোনাম সহজ হলেও বড্ডো কঠিন লিখেছো আজ।

তারপরও শুভেচ্ছা প্রিয় সৌমিত্র।
তেপান্তরের মাঠ

রাজিবৈষ্ণবীর কীর্ত্তন
যৌথ পরিবারের হুল্লোড়
জলাঞ্জলি দিতে ধারালো
ছুরির খুব দরকার ছিলো?
অনেক ভালো লাগলো