অম্লান ক্যানভাস

ইদানিং ঘুমের ঘোরে জেগে উঠি বার বার
আধো আলো ছায়ায় ভেসে কিছুটা অন্ধকার;
মোহ নয়, সেতো ভালোবাসা শুধুই বন্ধুত্বের
সেই সোনালি দিনে ফিরে যেতে চাই আবার।

ফিরে এসো বন্ধু ছিন্ন করি রূঢ় বাস্তবতার শিকল
যন্ত্র দানবের যান্ত্রিকতা ভেঙে দিতে হই সবল,
চেয়ে দেখ ঘাস ফড়িং এখনো খুঁজে কচি কিশলয়
মোহ মুগ্ধ বিমোহিত শ্বেত বলাকা নিমজ্জিত নয় হতাশায়।

আমাদের রেখে যাওয়া শালিক যুগল এখনো প্রতীক্ষায়
আসবে সোনালি ভোর, নিয়ে কোন নতুন বারতায়
পশ্চিম থেকে পূবে ঘুরেছি অহর্নিশ স্বপ্ন ঘোরে
কোথাও পায়নি দেখা সখা কিংবা সখি তোমার মত করে।

চেয়ে দেখ সেই সোনালি ভোর, এখনো রঙিন; অমলিন আভায়
কাটা পাহাড়ের সেই সরুপথ এখনো ডাকছে তোমায় আয় ফিরে আয়!

3 thoughts on “অম্লান ক্যানভাস

  1. বেশ লম্বা বিরতির পর আবার আপনাকে এবং আপনার লিখা পড়ে মুগ্ধ হলাম।
    লিখায় বরাবরই আপনার লিখনের যে ট্রেইন্ড সেটা্ই ধরে রেখেছেন। অল দ্য বেষ্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।