প্রশ্ন

প্রশ্ন

তোমার দশহাজারি, আর আমার আছে শুধু ফাঁকাদুয়ারী
এমত অবস্থায় বলে দাও কি করে তোমার সাথে পারি ?

যখন ছিলাম সহজ, তখন ভেবেছ জটিল
এখন কিসের কারণে, খুঁজে যাও অন্তমিল ?

এ ওকে দোষী করে, সে তাকে দোষী
ভুলে যায় নিজে কি, সম্পূর্ণ নির্দোষী ?

সব ঘাটে ছিপ মারি কোনো ঘাটে নেই ?
ঘাটে ওঠার স্ট্যাটাস তবে কি করে যে দেই ?

স্বভাব যায় না ম’লে, ইল্লদ যায় না ধুলে
এহেন কবরস্থানে কি শুধু নিরব থাকাই চলে ?

2 thoughts on “প্রশ্ন

  1. লিখাটিকে স্বতন্ত্র একটি মাত্রা দিয়েছেন দেখছি প্রিয় কবিবন্ধু।
    কবি হতে পারাটা একটি সার্থক ব্যাপার মনে হয়। নিজের ইচ্ছের শব্দঘর তৈরী হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।