ভাবছো কি শাশ্বত?
দিনে দিনে সময় গেলো
রাত পোহালো কতো
আজ মরলে কাল দু’দিন
ভাবছো কি অতো?
ঈদ গেলে ঈদ আসে
থাকলে বেঁচে ততো
প্রতিশ্রুতির হয় না মরণ
থাকলে কর্মে ব্রত…
লক্ষ টাকায় দিয়ে কোরবান
ভুললে আদায় যাকাত
কোন তরীতে ভাসছো তুমি
কিসে পাবে নাজাত?
ছটফটিয়ে মরলো পশু
ঝরলো লোনা স্রোত
মানষ তুমি কি ঝরালে
ভাবছো কি শাশ্বত?
‘প্রতিশ্রুতির হয় না মরণ
থাকলে কর্মে ব্রত…’ এটাই পরম সত্য। শুভেচ্ছা প্রিয় কবি রুদ্র আমিন।
অনেক অনেক ধন্যবাদ ভাইজান।