আঁধারে পুকুর চুরি

আঁধারে পুকুর চুরি

পুকুর পারে কৃষ্ণচূড়া আঁধার মুখি
সুবাসটা পূর্ণিমার ঝোঝাল রাত্রি;
সুখটা সমুদ্র সৈকতে চোরাবালি
তবুও আসছে আঁধার ছোঁয়া ধূলি।

পাশে দাঁড়িয়ে থাকার একটু নিরবতা
শ্রদ্ধা নয় ঘৃণা অতঃপর আঁধারের
ভরা বুকে- গোলাপ, বকুল, চামেলি-
জানা অজানার সুবাস শুধু কাণ্ডারি;

এখানেই আঁধার হিসাব খাতার গুণিগুণি
ঐখানে যেও না গায়ে দিবে পুকুর চুরি-
দুর্বাঘাসের কান্নার রোল বাপ্স উড়ানি
আঁধারটা নির্বোধ করেছে কানামাঝি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “আঁধারে পুকুর চুরি

মন্তব্য প্রধান বন্ধ আছে।