ডায়েরি থেকে
ব্যস্ত সবাই রোজনামচায়
সময় কোথায় পায়?
আমরা যে সব রোবট মানুষ
থামাই এখন দায়।
গ্রীনিচ কাঁটায় তালমিলিয়ে
জীবন যুদ্ধ চলে ,
ছুটছে মানুষ যন্ত্র যেন,
ছলে আর কৌশলে।
কি হারালাম , কিই বা পেলাম
হিসেব চোদ্দ আনা
জীবনখাতায় প্রতি পাতায়
ফাঁকিই যে একটানা।
কুড়িয়ে নিলাম চলার পথের
মান-অপমান সব,
থামবো এবার নয়তো বলবে
ভীষন বেয়াদব!
জীবন যুদ্ধ চলে, ছুটছে মানুষ যন্ত্র যেন, ছলে আর কৌশলে। … আসলেই তাই।
শুভেচ্ছা জানবেন প্রিয় বন্ধু