দার্শনিক

দার্শনিক

একটা লাল বোতাম খুলে গেলে
যুগলবন্দী পকেট ভয় পায়
কৃষ্ণ দর্শনের মতো করে চেয়ে থাকে
কীর্তন শেষে কৌশলে যদি ফেলে দিই

অথচ রাত্রি কথন শেষে জেগে ওঠে জামা
একটা রাত – যেন নিঃসঙ্গ ময়ূরের পেখম
আমাদের রাধা দর্শন শেষ হলে আমরা
প্রত্যেকেই দার্শনিক হয়ে উঠি

একসময় পৃথিবীটা একটা শব হয়ে ওঠে
ভেতরে কান্না করে বোতাম, লাল জামা
অতঃপর আমরা হাটতে থাকি – দার্শনিকের মতো
অতুল পৃথিবীর পথ ধরে।

2 thoughts on “দার্শনিক

  1. অনেক পরিচ্ছন্ন এবং সার্থক একটি লিখা। অভিনন্দন প্রিয় কবিরেষু। শুভ অপরাহ্ণ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।