ক্ষুধা (পুরোনো লেখা নতুন করে)
ক্ষুধার্ত পৃথিবী, ক্ষুধার্ত প্রাণী, ক্ষুধার্ত আমি;
অতঃপর খাবো খাবো, এবার দেশ খাবো
আর খাবো জনতা,
আকাশ বাতাস তরু-লতা, মিথ্যের প্রতিবাদী
ক্ষুধার্ত মানবতা।
ক্ষুধার্ত সম্পর্ক, ক্ষুধার্ত প্রেম, ক্ষুধার্ত আমি
অতঃপর খাবো খাবো এবার ইতিহাস খাবো
নথি-পত্র সবই খাবো,
গাজী, শহীদ, বুদ্ধিজীবী, আগামী প্রজন্ম খাবো;
ক্ষুধার্ত মমতা।
দুর্বলের সততা, মিথ্যের জড়তা, ভালোর ভালো
জল, মাটি, বায়ু, খাবো খাবো সবই খাবো
পরিসংখ্যান ব্যুরো খাবো,
সুশাসকের মাথা, আলোর দিশারী, সত্যের কাণ্ডারী
ক্ষুধার্ত প্রেম
স্বার্থের রসায়নে মিলিয়ে খাবো তাবত সত্য
ক্ষুর্ধাত পৃথিবী, ক্ষুধার্ত আমি।
স্বার্থের রসায়নে মিলিয়ে খাবো তাবত সত্য
ক্ষুর্ধাত পৃথিবী, ক্ষুধার্ত আমি। … যে কোন পুরোনো লিখাতে হাতের স্পর্শ নতুন করে এলে আমার মনে হয় লিখার ধরণে বেশ খানিকটা বদল এসে যায়।
হয় একটু বেশী ভালো হবে, নয়তো মন্দের পথে মৃদু হাঁটা দেবে।