দৈর্ঘ্য – প্রস্থ অতঃপর দীর্ঘশ্বাস

দৈর্ঘ্য – প্রস্থ অতঃপর দীর্ঘশ্বাস

দৈর্ঘ্য বাড়ছে ক্রমশ
নিঃসঙ্গ পতঙ্গের জীবন, তবুও
সম্পর্কের গহিনে ছায়া ফেলে সাজাতে চেয়েছিলাম
মায়াময় এক সংসার।

পতঙ্গের জীবন তো!
সিংহাসন ত্যাগ করতে বড় ভয় হয়
সূত্রের ভেতর বড় হতে হতে হারামি হয়ে যাই
ওয়াকিটকি হাতে নিয়ে কু’মেরুর পথে হাটি।

অংকের ভুলগুলো ভাগাভাগি করে দেয়ার পর
অ্যাবাকাসের কাছে জটিল জিজ্ঞাসা – মানুষ কেন বড় হয়?
শূন্যের ওপর কাঠি রেখে – দৈর্ঘ্যে এবং প্রস্থে
এইসব ভাবনা ভাবতে গিয়ে মুচকি হাসি নয়,
বেরিয়ে আসে কুড়কুড়ে দীর্ঘশ্বাস।

1 thought on “দৈর্ঘ্য – প্রস্থ অতঃপর দীর্ঘশ্বাস

  1. 'শূন্যের ওপর কাঠি রেখে – দৈর্ঘ্যে এবং প্রস্থে
    এইসব ভাবনা ভাবতে গিয়ে মুচকি হাসি নয়,
    বেরিয়ে আসে কুড়কুড়ে দীর্ঘশ্বাস।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।