মৃত্যুানন্দ
এদিক দ্যাখে ওদিক দ্যাখে
দ্যাখে আলো আঁধার,
ভয় যে লাগে মনের কাঁধে
ধরলো বুঝি এবার।
এই বুঝি দেয় বড়শি টান
নাটাই ছাড়া সুতোয়,
কেমন করে চলবে এ প্রাণ
ঢাকনা ছাড়া সময়।
এই যে মারে এক আবার
ঐ যে মারে আরেক,
একই সময় অসম মারে
ক খ গ ঘ অমুক।
পায়ের ওপর পা দিয়ে ফের
আচ্ছা রকম হাঁটি,
সব ভুলে যাই বাছবিচার আর
বিবেক-বুদ্ধি-সতী।
আজ যখন কালকে দেখি
প্রশ্ন জাগে কত,
সাচ্চা জবাব দেয়না কেউ
জানতে চাই যত।
দলে দলে দল ভারি হয়
কাড়াকাড়ির ভাগায়,
দেখেও যেন কেউ দেখেনা
শূন্য বাড়ির সভায়।
ধর্ম ভুলে কর্ম করি
লোভ-লালসায় আবার
সত্য ভুলে মিথ্যের ঘরে
বসত তোমার আমার
এমন করে আর কতোদিন
থাকবে বেঁচে প্রাণ
সময় এলে মরণ পাখির
খুলবে যে জবান
এসো সব ধর্ম বুঝে কর্ম করি
আসুক মরণের ফরমান
দেখবে হাসি মুখে মৃত্যালিঙ্গন
কতোটা পূণ্য মান।
'এসো সব ধর্ম বুঝে কর্ম করি
আসুক মরণের ফরমান
দেখবে হাসি মুখে মৃত্যালিঙ্গন
কতোটা পূণ্য মান।'
সুন্দর এবং বেশ উপদেশমূলক লেখা। ধন্যবাদ।