সহজতা

সহজতা

সহজতা চাইতে নেই বিশেষত: জটিলতা যেখানে শাস্ত্র
যেখানে একটা শব্দ খুঁচিয়ে হাজার শব্দের সৃষ্টি হয়,
যেখানে একটা কথা জিলিপির প্যাঁচে নিক্ষেপিত হয়।
যেখানে দিন মানে চব্বিশ ঘন্টাই দিন, রাতও তাই,
যেখানে সন্ধ্যে মানে শুধুই গোধূলি আর কিছু নেই।

যেখানে রোবটেরা এক জায়গায় প্রহরীর মত জাগে
যেখানে দিন অভিনেতা নয় শুধু এক পায়ে দাঁড়ানো
একটি উট যে নিত্য সাহারা বালুতে হেঁটে চলে যায়।

যেখানে ভালোবাসা মানে অভিনেত্রীর সত্য অভিনয়
যেখানে বীরপুরুষরা অভিনয় না করেই কিংবদন্তি হয়।

2 thoughts on “সহজতা

  1. 'যেখানে ভালোবাসা মানে অভিনেত্রীর সত্য অভিনয়
    যেখানে বীরপুরুষরা অভিনয় না করেই কিংবদন্তি হয়।'

    কবিতার ভাষায় আপনি বেশ ভালোই বলেন প্রিয় দেবী কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।