নতজানু সত্তা
অনন্তকাল শুকনো বাঁশপাতার মত
কাঁপে মনের এলোমেলো চিন্তাগুলো,
যে ভাবনাগুলো কেউ যেন গুঁড়িয়ে
পায়ে দলে গিয়েছিল আদিম ইচ্ছেয়,
কেন জানিনা তারা আবার ফিরে এল।
সুদূরপ্রসারী দুটি ধ্যানস্থ চোখ নতজানু,
স্তব্ধতা ছুঁয়ে যায় রাতের সহস্র তারা।
তুমি কি এলে? মায়া না কি স্বপ্নছায়া ?
শত শত ঢেউ আছড়ে পড়ে সমুদ্রতটে
তুমি কি করে একটি ঝিনুকই কুড়োলে?
তোমার ইচ্ছেগুলোকে মুঠোয় রেখে
আমি একা হেঁটে যাব সামাজিক পথ
তবু আঁচড় লাগতে দেব না তার গায়ে
যে দ্বিখন্ডিত সত্তাকে সযত্নে জুড়ে দেয়।
আপনার লিখার স্টাইল আমার কাছে অসাধারণ লাগে প্রিয় কবিবন্ধু।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু পাশে থাকার জন্য ।
আপনার কবিতা খুব ভালো লাগে
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি পাশে থাকার জন্য ।
সুদূরপ্রসারী দুটি ধ্যানস্থ চোখ নতজানু,
স্তব্ধতা ছুঁয়ে যায় রাতের সহস্র তারা।
তুমি কি এলে? মায়া না কি স্বপ্নছায়া ?


শত শত ঢেউ আছড়ে পড়ে সমুদ্রতটে
তুমি কি করে একটি ঝিনুকই কুড়োলে?
অনবদ্য কাব্য শৈলী!
লেখনি পাঠে খুব ভাল লাগলো।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবিবন্ধু পাশে থাকার জন্য ।
সুদূরপ্রসারী দুটি ধ্যানস্থ চোখ নতজানু,
স্তব্ধতা ছুঁয়ে যায় রাতের সহস্র তারা।
কথার গভীরতা ছুঁয়ে গেল !
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবিবন্ধু পাশে থাকার জন্য ।