প্রীয়সী আরণ্যক রাখালকে ঠেকিয়না
ঘুরে বেড়াতে দাও
খালি গায়ে পরনের কাপুড়ে
লেগে রোদ, বৃষ্টিতেও ভেজে অারণ্যক
চুলের বাধনে বেধ না তাকে
শাড়ীর বাধনে বেধনা
খুব কায়দা করে পথ চলা
পাশ কাটানো আরণ্যক রাখাল
বহুদিন থেকে ধ্যানের পাতা
দাড়ি ও আলো চেহারা
পাহাড়ের উপরে অরন্যের মাঝে
স্বর্গের এক চাবি পেল প্রভূর ক্ষমতাতে
পেল সম্পদ বৃদ্ধির চাবি
জ্ঞান বৃদ্ধির চাবি
দুশ্চিন্তা দূরিকরণে এক চাবি
আর কল্যানের চাবি
সাত বছর ধ্যানে থেকে
পাহাড়ে সে দেখেছিল আলো
হাতে তার লাঠি , বকরির পাল
খোলা আকাশটা কাছে
বুকে আরাধনা
প্রভূর দেওয়া জ্ঞান করে তার সাথে খেলা
জ্ঞান চিন্তায় তার প্রভুর ক্ষমা
প্রভূর আশীর্বাদ
প্রভূর দয়া ও ক্ষমতা
অফরন্ত দানকে স্বীকার করে
প্রভূর প্রশস্তি গাওয়া
আরণ্যক রাখাল।
1 thought on “আরণ্যকের আধ্যাত্ম”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ কিছু মুদ্রণ বিভ্রাটের মধ্য দিয়েই সুন্দর লিখাটি পড়লাম।
অভিনন্দন কবি মি. খালিদ মোশারফ।