প্রার্থনা শেষ করার পর

প্রার্থনা শেষ করার পর

প্রার্থনা শেষ করার পর একটা চিন্তা হয়
‘আমার প্রার্থনা কবুল হয় তো?’
এইভাবে দেহ এবং আত্মাকে নিয়ে কথা বলার পর
একটা জ্ঞানপূর্ণ রাস্তা এসে ঢুকে পড়ে নিজের মধ্যে

হাঁটতে থাকি এক সমুদ্র পথ
জ্ঞানপূর্ণ রাস্তায় এসে মিলিত হতে থাকে
শহর – নগর – বন্দর – সভ্যতা – ভালবাসা
আগ্রহ, উল্লসিত দুঃখ, আনন্দ, এবং তুমি

এবং এই ‘তুমি’ বিষয়ক অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে
হারিয়ে ফেলি ঈশ্বর, প্রার্থনার ঘর, জ্ঞানপূর্ণ রাস্তা
প্রার্থনা আর শেষ হয় না আগের মতো।

2 thoughts on “প্রার্থনা শেষ করার পর

  1. বাস্তবে আমিও এমনটাই ভাবি। কবিতার আঙ্গিকে তুলে আনায় অভিনন্দন প্রিয় কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।