সমঝোতা স্মারক

সমঝোতা স্মারক

পাহাড়ের জুমচাষীদের সাথে সমঝোতায় আসা গেল;
তারা পাহাড়েই থাকবে, গরু চরাবে, ধান বুনবে
পুরুষেরা শম্বর শিকারের প্রস্তুতি নেবে,
তাদের নারীরা সময় সুযোগে বাচ্চা বিয়াবে,

তাদের ক্ষেতের ধানে আমরা মাড়া দিতে গেলে
তারা প্রতিবাদী হবে ধনুক আর তীরের বীরত্বে
কাছা বাঁধবে, বাঁশের বর্শায় ক্ষেতের শষা বেঁধে
বুক টান করে দাঁড়াবে, তফাতে দাঁড়িয়ে আমরা হাসব।

আমাদের দেশপ্রেমিক সৎবাহিনী জানে
কিভাবে হানাদার প্রতিহত করতে হয়,
তারা এও জানে কিভাবে হানাদার হতে হয়
রোমেল চাকমা হত্যায় তাদের বীরত্ব প্রস্ফুটিত।

মাঝেমধ্যে জুমচাষীদের বাড়ি পুড়বে, পোয়াতি
নারীরা ধর্ষিত হবে, পুরুষেরা অক্ষম আস্ফালনে
অর্জুনের খোঁজে যাবে, নিখোঁজ বিজ্ঞপ্তির ওপারে
লাশ তড়পাবে, বীভৎস দুঃস্বপ্ন হামাগুড়ি খাবে।

জুমচাষীদের সাথে একটা সমঝোতায় পৌঁছা গেছে;
অন্যায়, অত্যাচারের বদলে আমরা ফেসবুক বিপ্লব করব
সামাজিক মাধ্যমে কুম্ভীরাশ্রু বিসর্জনের মাধ্যেমে
দেখাব সর্বোচ্চ মানবতা, তারপর আরামে নিদ্রা যাবো…

1 thought on “সমঝোতা স্মারক

  1. নিরন্তর শুভেচ্ছা রাখি প্রিয় কবি আবু মকসুদ ভাই। শুভ সকাল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।