খুলে রাখো খোয়াড়ের দুয়ার
আমরা খবর পাই হাওয়ার কাছ থেকে
পুরাতন রীতি ভেঙ্গে কেউ কেউ জেগে ওঠে
বিষণ্ন সংসারের রূহ ধরে কেউ একজন দিচ্ছে টান
এইযে তৃণভূমিতে – আমাদের বাস – বিস্তৃত অঙ্গনে হেঁটে চলা
তার সবটুকু নয় আশার ছলনা
অস্ফুট স্বরে যারা দিচ্ছে ডাক সময়ের
সবাই জানে আমাদের যেদিকে গমন সেদিকে শুধু হিংসার বাস।
সবটুকু অধিকার ছেড়ে আসি তবে
খোয়াড়ের বাঁধন আলগা করে ফেলে দিই পশুত্ব।
অসাধারণ কবিতা প্রিয় কবি মোকসেদুল ইসলাম। পছন্দ হলো।
সবটুকু অধিকার ছেড়ে আসি তবে
খোয়াড়ের বাঁধন আলগা করে ফেলে দিই পশুত্ব।
ভীষণ ভাল লাগল
আন্তরিক শুভেচ্ছা রইল প্রিয় কবি'কে।